প্রকাশিত: Thu, Mar 2, 2023 5:39 PM
আপডেট: Tue, Apr 29, 2025 7:01 PM

সিরিজ রক্ষায় লড়াইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে আজ মাঠে নামবে বাংলাদেশ

এল আর বাদল: সিরিজের প্রথম শ্বাসরুদ্ধকর লড়াই করে ইংল্যান্ডের কাছে পরাজয়ে হতাশ নন ক্রিকেটাররা। এমনকি দর্শকরাও বাংলাদেশের পারফরমেন্সে তুষ্ট। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে ঘুরে দাঁড়াতে দৃঢ় প্রত্যয়ী টাইগার সেনারা। শুক্রবার দুপুর ১২টায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। 

অধিনায়ক তামিম ইকবাল আবারো স্পষ্ট করে বললেন, ইংল্যান্ডের বিরুদ্ধে জয় চাইলে অলরাউন্ড পারফরমেন্সের বিকল্প নেই। প্রথম ম্যাচে হেরে গেছি সবার ব্যাটে কম রান আসার কারণে। দ্বিতীয় ম্যাচে ভুল করতে চাই না। প্রথমে ব্যাটিং পেলে কমপক্ষে ২৮০ রান করার টার্গেট থাকবে আমাদের। প্রথম ম্যাচের মতো বোলিং আর ফিল্ডিংয়ের ধারাবাহিকতা দ্বিতীয় ম্যাচেও বজায় রাখতে হবে। আমার দৃঢ় বিশ্বাস, ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরবো।

এদিকে জস বাটলারবাহিনী আজই সিরিজ নিশ্চিত করতে চায়। বাংলাদেশকে এক বিন্দু ছাড় দেবে না। ইংল্যান্ডের মূল শক্তি হচ্ছে দলের ভারসাম্য। আদিল রশিদ, মঈন আলির মতো স্পিনারদের পাশাপাশি মিরপুরের টার্নিং উইকেটেও দারুণ বোলিং করেছেন আর্চার, উড, ওকসরা। কিন্তু প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান ডাভিড মালান বলছেন, টেল এন্ডার ব্যাটারদের ডেপথ ইংলিশদের অনেকটা এগিয়ে রাখে।

ডাভিড মালান আরও বলেন, আমাদের দলের ভারসাম্য খুব ভালো। যখন মঈন আলি, আদিল রশিদ ও ক্রিস ওকসের মতো ব্যাটাররা থাকে, তখন অনেকটাই নির্ভার থাকা যায়। যা আমাদের ব্যাটিংকে অনেক পরিণত করেছে। তবে মালান সাকিব, তামিম, শান্তর ব্যাটিংয়ের প্রশংসা করেছেন। তিনি বলেন, প্রথম ম্যাচে সাকিবকে অল্পতে আউট করতে পেরে আমরা স্বস্তি পেয়েছি। দ্বিতীয় ম্যাচে আমাদের টার্গেট থাকবে যতো দ্রুত সম্ভব সাকিব, তামিম আর শান্তকে আউট করার। সম্পাদনা: সালেহ্ বিপ্লব